মিরু হাসান বাপ্পী
বগুড়া জেলা সংবাদদাতা
১৫ সেপ্টেম্বর ২০২২খ্রিঃ
বগুড়ার নন্দীগ্রামে চাঞ্চল্যকর ক্লু-লেস আখের আলী হত্যা মামলার রহস্য উদঘাটনসহ প্রধান আসামি বাচ্চু মিয়া (৫৫) (কালামানিক) কে গ্রেপ্তার করেছে পুলিশ। সে উপজেলার নন্দীগ্রাম ইউনিয়নের কৈডালা গ্রামের মৃত অমেশ আলীর ছেলে।
বৃহস্পতিবার (১৫সেপ্টেম্বর) দুপুরে এক প্রেসবিফিংয়ের মাধ্যমে এ তথ্য প্রকাশ করেছে নন্দীগ্রাম থানা পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানিয়েছেন, গত ২২ আগস্ট ওমরপুর সতীশ চন্দ্র কারিগরি স্কুল অ্যান্ড কলেজের পাশে ধান ক্ষেতে আখের আলী (৪০) নামের একজনের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। তার বাড়ি বগুড়া সদর উপজেলার সাপগ্রামে।
এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও আসামি গ্রেপ্তার প্রচেষ্টায় অবশেষে আমরা সফল হয়েছি। মামলার প্রধান আসামি বাচ্চু মিয়া (কালামানিক) কে ১২ সেপ্টেম্বর খাগড়াছড়ি সদর উপজেলার দাতকুঠিয়া হতে গ্রেপ্তার করা হয়েছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যা কাজে ব্যবহৃত চাপাতি ও রড উদ্ধার করা হয়।
Leave a Reply