স্টাফ রিপোর্টার (বগুড়া);
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ২ নং সদর ইউনিয়নে অভিযান
চালিয়ে জুয়ার আসর থেকে ৫ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার(২৯ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ডেরাহার গ্রামের রাহী(২৪),পিতা
মৃত-জনাব আলী’র বাড়িতে জুয়ার আসর চলছে, এমম গোপন সংবাদের ভিত্তিতে থানা অফিসার ইনচার্জ( ওসি) আবুল কালাম আজাদ এর দিক নির্দেশনায় এসআই নূর আলম ও এএসআই আবুল কালাম আজাদসহ সঙ্গী ফোর্স নিয়ে জুয়ার আসরে অভিযান চালানো হয়। এসময় জুয়া খেলা অবস্হায় অসর থেকে ৫ জুয়াড়িকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার ২নং সদর ইউনিয়নের ডেরাহার গ্রামের মৃত-তমিজ উদ্দিনের ছেলে জাকারিয়া হোসেন(৩৫), মোয়াজ্জেম হোসেন (৪৫), পিত-মৃত- আবু তাহের, মোঃহেলাল উদ্দিন(৩৫) পিতা-আজিম উদ্দিন,মোঃ রিপব হোসেন(২০), পিতা-আহসান হাবিব,তছলিম উদ্দিন(৩২), পিতা- তানসিন আলী। এসময় জুয়ার আসর থেকে জুয়া খেলার সরঞ্জামাদিসহ নগদ ১০ হাজার ৪ শত ৮০টাকা উদ্ধার করে পুলিশ। এবিষয়ে থানায় ৬ জনে বিরুদ্ধে মামলা হয়েছে। তবে বাড়ির মালিক রাহী পুলিশের উপস্থিত টের পেয়ে পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করা যায়নি।
নন্দগ্রাম থানার অফিসার ইনচার্জ(ওসি) আবুল কালাম আজাদ এর নিকট বিষয়টি জানতে চাইলে তিনি জানান, উপজেলা ডেরাহার গ্রামে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্হায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের উপস্থিত টের পেয়ে বাড়ির মালিক রাহী পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করা যায়নি। থানায় ৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।একজন পালাতক, গ্রেফতারকৃত ৫জনকে আজ শুক্রবার সকালে বগুড়া কোট হাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply