বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর এলাকা থেকে এক কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
৩১ আগস্ট (মঙ্গলবার) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের রেলস্টেশনের পার্শ্বে থেকে ১ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- নওগাঁ জেলার রাণীনগর উপজেলার খাট্রেশ্বর পশ্চিম পাড়া এলাকার সাহাদ আলী সরদারের ছেলে আঃ মালেক(১৯) ও একই এলাকার ফুলচাঁন সরদারের ছেলে বুলেট সরদার (২৮) এবং ধনুপাড়া গ্রামের মকুল হোসেনের ছেলে শহিদুল ইসলাম (২৬)।
সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোঃ আরিফুল ইসলাম এর নিকট বিষয়টি জানতে চাইলে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে উক্ত স্হানে অভিযান পরিচালনা করে ১ কেজি গাঁজাসহ মালেক, বুলেট ও শহিদুলকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত তিন জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আদমদিঘী থানায় মামলার প্রস্তুতি চলছে।
Leave a Reply