বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার সারিয়াকান্দিতে পুলিশ ওয়ারেন্ট ভূক্ত আসামীকে ধরতে গেলে তাদের ওপর হামলার অভিযোগে পৌর কাউন্সিলরসহ দুই জনকে গ্রেফতার করে পুলিশ।
সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে বগুড়ার সারিয়াকান্দি উপজেলাধীন কুপতলা এলাকার চাঁদাবাজি মামলার ওয়ারেন্ট ভূক্ত আসামী হিরক আহমেদ জনির( ৩৮) এর
বাড়িতে অভিযান চালায় পুলিশ।
অভিযানকালে পুলিশের জনির ছোট ভাই পৌর কাউন্সিল আপেল মাহমুদ রনি পুলিশের সাথে খারাপ আচরণ করাসহ তাদের গায়ে হাত তোলেন। এ অভিযোগে কাউন্সিল আপেল মাহমুদ রনি(৩৫) এবং তার বড় ভাই চাঁদাবাজি মামলার আসামী হিরক আহমেদ জনি( ৩৮)কে গ্রেফতার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান।
ওসি মিজানুর রহমান জানান, পৌর কাউন্সিল আপেলের বড় ভাই হিরক আহমেদ জনি চাঁদবাজি মামলার ওয়ারেন্ট ভূক্ত আসামী। এজন্য তাকে গ্রেফতার করতে আপেলের বাড়িতে পুলিশ অভিযান চালায়। কিন্তু কাউন্সিলর আপেল পুলিশের সঙ্গে খারাপ আচার-আচরণ করেন। একপর্যায়ে তারা পুলিশের ওপর ক্ষিপ্ত হয়ে তাদের গায়ে হাত তোলেন। পরে পুলিশ তাদেরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।আজ মঙ্গলবার সকালে কাউন্সিলর আপেল ও তার বড় ভাই হিরককে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply