বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ায় চাঞ্চল্যকর আওয়ামী লীগ নেতা মমিনুল ইসলাম রকি(৩৭) হত্যাকান্ড মামলায় জড়িত আরও দুই আসামীকে গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার রাত আনুমানিক ১০ টার দিকে র্যাব-১২ বগুড়ার একটি নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শহরের তিনমাথা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।গ্রেফতারকৃতরা হলেন-বগুড়া সদরের ফাঁপোড় ইউনিয়নের আঃ রাজ্জাকের ছেলে রকি হত্যার এজহার ভূক্ত আসামী মোহাম্মদ আলী (৩২), ও হত্যায় সরাসরি জড়িত একই ইউনিয়নের আব্দুস সামাদের ছেলে রকি ইসলাম(২৭)।
র্যাব-১২ বগুড়া তাদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বগুড়া শহরের তিনমাথা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দু’জন দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা,মাদক সেবন ও অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি সহ বিভিন্ন অসামাজিক কর্মকান্ড চালাতো। নিহত আওয়ামী লীগ নেতা রকি তাদের মাদক ব্যবসা, মাদক সেবন ও অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি সহ বিভিন্ন অসামাজিক কাজে বাঁধা দেয় মর্মে তারা রকিকে কুপিয়ে হত্যা করে। গ্রেফতারকৃতরা আইন শৃঙ্খলা বাহিনীদের চোঁখ ফাঁকি দিয়ে বগুড়ার বিভিন্ন এলাকায় ফেন্সিডিল, ইয়াবা, হেরোইন, গাঁজাসহ বিভিন্ন ব্যবসা করে আসছিল। গ্রেফতারকৃত মোহাম্মদ আলী’র বিরুদ্ধে বিভিন্ন সময়ে মাদকের ০৫ টি মামলাও রয়েছে। তারা দু’জন রকি হত্যার পর থেকে বগুড়াসহ আশেপাশের জেলার বিভিন স্হানে আত্মগোপনে ছিলেন। র্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, জানান,গ্রেফতারকৃত দু’জনেই রকি হত্যাকান্ডে সরাসরি জড়িত ছিল
Leave a Reply