বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় মাদক বিরোধী অভিযানে ৩৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার রাত আনুমানিক ৮ টার দিকে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার চৌমুহনী বাজার এলাকার রজিমুদ্দিন সুপার “মার্কেটের মা গার্মন্টস” এর পার্শ্বে র্যাব-১২ বগুড়া কোম্পানীর একটি দল অভিযান চালিয়ে ৩৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার পালপড়া গ্রামের মৃত- জয়দেব চন্দ্র পালের ছেলে রনি কুমার পাল(২১) ও একই উপজেলার তারাজান গ্রামের মৃত- আব্দুস সোবহানের ছেলে মোঃ রাসেল আহম্মেদ (২১)।
শনিবার দুপুরে র্যাব- ১২ বগুড়ার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তাদের নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুপচাঁচিয়ার চৌমহনী বাজারের রাজিমদ্দিন থেকে ৩৮০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার,(জি), বিএন আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী রনি ও রাসেল দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ইয়াব বগুড়ার বিভিন্ন স্হানে সরবরাহ করে আসছিল। তিনি আরও গ্রেফতারকৃতরা পেশাদার মাদক কারবারি। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর দুপচাঁচিয়া থানার সোপর্দ করা হয়েছে।
Leave a Reply