বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ায় র্যাবের পৃথক দুটি মাদক বিরোধী অভিযান রাসেল বেপারী(২৮) কে ৭ বোতল ফেন্সিডিল ও সাব্বির শেখ(৩১)কে ৩ কেজি গাঁজাসহ গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার সন্ধ্যায় র্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার (জি), বিএন আব্দুল্লাহ আল মামুন এর নেতৃত্বে একটি দল বগুড়া সদর থানাধীন নামাজগড় চাকসুত্রাপুর এলাকার সুমিত ফার্মেসি এর সামনে অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনা কালে সদরের
চাকসুত্রাপুর এলাকার নামাজগড়া( জহুরুলপাড়া) গ্রামের আব্দুল মোত্তালিবের ছেলো মাদক ব্যবসায়ী রাসেল বেপারী(২৮)কে ৭ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২টি মোবাইল,৩টি সীমকার্ড ও নগদ ৪ হাজার ৯০০ শত টাকা জব্দ করে র্যাব।
একই দিন রাত ১০ টার দিকে র্যাবের অপর একটি টিম অভিযান পরিচালনা করেন। অভিযানকালে গাবতলী উপজেলাধীন পাঁচকাতুলী নয়াপাড়া গ্রামের ইবারুল ইসলাম এর ছেলে সাব্বির শেখ(৩১) কে ৩ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। এ সময় তাক কাছ থেকে ২টি মোবাইল, ২ টি সীমকার্ড ও নগদ ১হাজার ৫০০ শত টাকা জব্দ করে র্যাব।
র্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়,তারা দীর্ঘদিন ধরেই মাদকদ্রব্য ফেন্সিডিল ও গাঁজা জেলার বিভিন স্হানে সরবরাহ করে আসছিল। তিনি আরও জানান, আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাসেলকে বগুড়া সদর ও সাব্বিরকে গাবতলী মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
Leave a Reply