বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার শাজাহানপুর উপজেলার বীরগ্রাম বাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে ৩৩৬ বোতল ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
২২ আগস্ট(রবিবার) সকাল ১০,৪০ ঘটিকার সময় র্যাব-১২ বগুড়া ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বগুড়া- নাটোর অভিমুখে একটি কাভার্ড ভ্যানের মাধ্যমে বিশেষ কায়দায় লুকায়িত একটি বড় মাদকের চালান নাটোরে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে বগুড়া র্যাব ক্যাম্পের একটি অভিযানিক দল বগুড়ার শাজাহানপুর থানাধীন বীরগ্রাম বাজার এলাকায় মাদক বিরোধী বিশেষ চেকপোস্ট বসিয়ে বাদকবাহী কাভার্ড ভ্যানটি আটক করে। এসময় কাভার্ড ভ্যানে থাকা মাদক ব্যবসায়ী নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার ইসলামাবাদ গ্রামের মৃত- আব্দুল ওয়াহিদ এর ছেলে মোঃ তাজু খাঁন(৩২)ও একই উপজেলার মৃত- আঃ কুদ্দুস এর ছেলে মোঃ আসলাম(৪৯) কে ৩৩৬ বোতল ফেন্সিডিল,০২টি মোবাইল, ০৩টি সীমকার্ড, নগদ টাকা ও মাদক বহনকারী কাভার্ড ভ্যান যাহার নম্বর (চট্র- মেট্রো-ট-১১-৭০৮৬) সহ তাদেরকে গ্রেফতার করে।
র্যাব-১২ ক্যাম্পের কোম্পানী কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়,গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ফেন্সিডিল এর বড় বড় চালান দেশের বিভিন্ন স্হানে সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী তাজু খাঁন ওআালামের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়ার শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়েছে।
Leave a Reply