বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার সোনাতলা উপজেলায় মাদক বিরোধী অভিযানে ৩৫ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
১৪ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকাল ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়ার সোনাতলা উপজেলার বালুয়ারহাট এলাকায় অভিযান চালিয়ে ৩৫ বোতল ফেন্সিডিল ও তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল সহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- বগুড়া শিবগঞ্জ উপজেলার ভাগকোলাএলাকার মরজেমের ছেলে মোঃ জাহিদ হোসেন(২৫) এবং মুরাদপুর এলাকার মোঃ বজলুর রশিদের ছেলে মোঃ ইমরান হোসেন(২৭)।
সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রেজাউল করিম রেজা এর নিকট বিষয়টি জানতে চাইলে তিনি জানান, গ্রেফতারকৃত জাহিদ ও ইমরান পেশায় মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply