ডেস্ক রির্পোটঃ ২০ জুন-২০২২ ইং রাত ১০.৩০ ঘটিকার সময় কলকাতা – ঢাকা মৈত্রী পরিষদ এর সভাপতি,নোয়াখালী প্রতিদিন পত্রিকার সম্পাদক জনাব রফিকুল আনোয়ার ভাই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে না ফেরার দেশে চলে গেলেন।
বঙ্গবন্ধু পেশাজীবী ফোরাম পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্নার শান্তি কামনা করলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব তোফাজ্জল হোসেন। রফিকুল
আনোয়ার ব্যাক্তিজীবনে সদালাপী ও হাস্যোজ্জ্বল মানুষ ছিলেন।
আসছে ২৪ ও ২৫ জুলাই, ভারত – বাংলাদেশ এক জাঁকজমকপূর্ণ মৈত্রী উৎসব পালনের আয়োজনে বিরাট কর্মসূচি ঘোষণা করেছিলেন রফিকুল আনোয়ার । ভারত বাংলা নিয়ে বঙ্গবন্ধু কে নিয়ে কবিতা ও গল্পের লিখা পাঠানোর আহবান করেন।
বঙ্গবন্ধু পেশাজীবী ফোরামে’র সভাপতি একটি কবিতা লিখে মেইল করার কথা ছিলো। নিয়তির নির্মম পরিহাস, তার আগেই সকল আয়োজনের আয়োজক মরহুম আনোয়ার পরপাড়ে চলে গেলেন। গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় আসছে ২৪ জুলাইয়ের অনুষ্ঠান উপলক্ষে সভাপতির স্বরচিত কবিতা টি নিম্নে প্রকাশ করে জাতির পিতার নামে উৎসর্গ করার মত পোষন করলেন। কবিতাঃ মেল - বন্ধন
আজ বাংলাদেশ -ভারত মৈত্রীর মহা
উৎসব,
বঙ্গবন্ধু তোমার ই কারনে যাহা হয়েছে একমাত্র সম্ভব ।
তুমি শুধু বঙ্গবন্ধু নয়, সারা বিশ্বের বন্ধু,
বাংলার রাজাকার ব্যাতিত তোমার ছিলো কোন শত্রু।
তুমি ছিলে মহাপ্রান, মহা প্রত্যয় – তোমার কর্মে দেখিনি কোনদিন কোন ব্যতয়।
তুমি ছিলে জাতির আদর্শ, অসহায় বঞ্চিত জনগোষ্ঠীর মিতা – তাই তো তুমি উপাধী পেয়েছো বাঙালি জাতির পিতা।
এই বাংলা তোমার, তুমি ছিলে,তুমি আছো, তুমি থাকবে -তাই তো তোমার দুর্দিনের মিত্রদের নিয়ে বাংলা ভারত বার বার মহাউৎসবে মেতে উঠবে।
জয় বাংলা – জয় বঙ্গবন্ধু।
তোফাজ্জল হোসেন
প্রতিষ্ঠাতা সভাপতি
বঙ্গবন্ধু পেশাজীবী ফোরাম
কেন্দ্রীয় কমিটি।
Leave a Reply