তালহা জাহিদঃ ১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস ২০২১ উপলক্ষে বরিশাল জোনের গৌরনদী এরিয়ার জেলার উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের হারতা বাজার পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের আয়োজনে আজ রবিবার বিকাল ৪ টায় তিনশত জন নিজস্ব প্রতিনিধি ও গ্রাহকদের মাঝে বনজ ফলজ ও ঔষধী গাছের চারা বিতরণ করা হয়। এবং অতিথিদের নিয়ে চারা রোপণ করা হয়।
১৯৭৫ সালের ১৫ আগষ্টের কালরাতে ঘাতকের হাতে নিহত হন বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধুর স্ত্রী বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা, পুত্র শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল, শেখ কামালের স্ত্রী সুলতানা কামাল, জামালের স্ত্রী রোজী জামাল, বঙ্গবন্ধুর ভাই শেখ নাসের, এসবি অফিসার সিদ্দিকুর রহমান, কর্ণেল জামিল, সেনা সদস্য সৈয়দ মাহবুবুল হক, প্রায় একই সময়ে ঘাতকরা বঙ্গবন্ধুর ভাগ্নে যুবলীগ নেতা শেখ ফজলুল হক মণির বাসায় হামলা চালিয়ে শেখ ফজলুল হক মণি, তাঁর অন্ত:সত্তা স্ত্রী আরজু মণি, বঙ্গবন্ধুর ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াতের বাসায় হামলা করে সেরনিয়াবাত ও তার কন্যা বেবী, পুত্র আরিফ সেরনিয়াবাত, নাতি সুকান্ত বাবু, আবদুর রব সেরনিয়াবাতের বড় ভাইয়ের ছেলে সজীব সেরনিয়াবাত এবং এক আত্মীয় বেন্টু খান’সহ সকল মৃত্যুঞ্জয়ী শহীদদের প্রতি পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
এসময়ে ব্রাঞ্চ ম্যানেজার রাহুল দেবনাথ রনি’র সভাপতিত্বে ও হারতা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কৃষ্ণ পান্ডের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হারতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবু সুনীল কুমার বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হারতা ইউনিয়ন চেয়ারম্যান ডাঃ হরেন রায়, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট উজিরপুর উপজেলার সাধারণ সম্পাদক মিন্টু মজুমদার, ইউপি সদস্য সুমিত রাণী, বাজার ব্যবসায়ী অমল সাহা”সহ প্রমূখ।
Leave a Reply