নিজস্ব প্রতিবেদক, এ,এস,মামুন।
বরিশালের গৌরনদী উপজেলায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯১ তম জন্মদিনে আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
জাতীয় মহিলা সংস্থা গৌরনদী উপজেলা শাখার আয়োজনে – উপজেলা মহিলা সংস্থার কার্যালয়ে আলোচনা সভা, দোয়া ও মোনাজাত গৌরনদী উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ও গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভা, দোয়া ও মোনাজাতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বিপিনচন্দ্র বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আরিফুল ইসলাম প্রিন্স,গৌরনদী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও জাতীয় মহিলা সংস্থার সদস্য জিনিয়া আফরোজ হেলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মামুনুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা মোঃ নুরুজ্জামান, গৌরনদী উপজেলা মাঠ সমন্বয়কারী মোঃ শহিদুল ইসলাম ও সঞ্চয় কুমার ভদ্র, অফিস সহকারী ভবরঞ্জন হাজরা, প্রশিক্ষিতা কাকলী খানম সহ সাংবাদিকবৃন্দ ও শিক্ষার্থীরা। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব মোঃ শহিদুল ইসলাম মৃধা।
Leave a Reply