সৈকত বাড়ৈ :
বরিশালের উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ডের নব নির্বাচিত মহিলা মেম্বর সুলতা বৈদ্য (৩৫) আজ বিকাল সারে ৩টায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তার স্বামী পঙ্কজ ঢালী জানিয়েছেন তারা স্বামী স্ত্রী দুজনে কুড়লীয়া গ্রামের বাড়ি থেকে দুপুরের ভাত খেয়ে নিজস্ব মোটর বাইকে করে কোটালীপাড়ার ওয়াপদার হাটে শশুরবাড়িতে রওনা হয়েছিলেন। কারফা বাজার ছারিয়ে করে বেলা সারে তিনটার দিকে বিলগাববাড়ি এলাকা অতিক্রম করার সময় সামনের দিক থেকে একটি নসিমন এসে মটর বাইকে ধাক্কা মারলে সুলতা বৈদ্য বাইকের পিছন থেকে ছিটকে গিয়ে রাস্তা সমান করার রোলারের সাথে ধাক্কা খান ও তার মাথা ফেটে ফিনকি দিয়ে রক্ত বের হতে থাকে। এ সময় মোটর সাইকেলে চালক সুলতার স্বামী পঙ্কজ ঢালী আহত হয় ও মটর বাইক ক্ষতিগ্রস্থ হয়। তাৎক্ষনিক স্থানীয়রা সুলতা বৈদ্য ও তার স্বামী পংকজ ঢালীকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎক সুলতা বৈদ্যকে মৃত ঘোষনা করেন।
Leave a Reply