পটুয়াখালী: বর্ণমালায় নীতিকথা” পর্ব ২
নীতি কথার ফুলঝুড়িতে সাজানো বইটির প্রতিটি বর্ণ,অক্ষর ও ছড়া সম্বলিত সুন্দর এই বইটি নতুন প্রজন্মকে নীতি শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। নতুন শিক্ষার্থী, যারা মাত্র অক্ষর পড়া শুরু করেছে, প্রথম শ্রেণীর ছাত্র- ছাত্রীদের হাতে সুন্দর এই বইটি তুলে দিয়েছে (ভিবিডি) সহযোগিতায় ছিল সচেতন নাগরিক কমিটি ( সনাক) পটুয়াখালী। আয়োজন ও প্রজেক্টি সফল করে চলছে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) পটুয়াখালী জেলার ভলান্টিয়ারগন।
ভলান্টিয়ার ফর বাংলাদেশ ( ভিবিডি) পটুয়াখালী জেলা শাখার সভাপতি মাকসুদ রানা বলেন আমরা শিশুদের মানসিক বিকাশে এই বই বিতরন করছি, আশা রাখছি এই প্রজেক্ট চলমান রাখার চেস্টা করবো।
Leave a Reply