ডেস্ক রির্পোটঃ সোমবার ১৯ জুলাই -২০২২,বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য মুস্তফা লুৎফুল্লাহ এমপির নেতৃত্বে একটি টিম দিঘুলিয়া নড়াইলে সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিনে পরিদর্শন করেন।
বিকেলে কমরেড অমল সেনের স্মৃতি বিজোড়িত যশোর -নড়াইলের বাকড়িতে অমল সেনের ১০৯ তম জন্মদিন উপলক্ষে অমল সন স্মৃতি রক্ষা কমিটির শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,সাতক্ষীরা -১ তালা-কলারোয়া আসনের সংসদ সদস্য কমরেড, অ্যাড জনাব মুস্তফা লুৎফুল্লাহ এমপি, কমরেড এ্যাডঃ নজরুল ইসলাম, সভাপতি, ওয়ার্কার্স পার্টি, নড়াইল জেলা,কিশোর রায় সাধারণ সন্পাদক, ওয়ার্কার্স পার্টি, ঢাকা মহানগর, তৌহিদুর রহমান ও আব্দুল আহাদ মিনার সহ-সভাপতি, বাংলাদেশ যুব মৈত্রী। রিজওয়ান রাজা,সভাপতি, যুব মৈত্রী, খুলনা জেলা,মহিব মোড়ল,সভাপতি ওয়ার্কার্স পার্টি, সাতক্ষীরা জেলা সহ প্রমূখ।
Leave a Reply