বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ইয়ং টাইগার অনূর্ধ্ব ১৪ বিভাগীয় পর্যায়ের খুলনা জেলা স্টেডিয়ামে আজকের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জনাব মুর্তজা,রশিদী দারা এবং খুলনা জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার অন্যান্য সদস্যবৃন্দ।
সকালে টসে জিতে নড়াইল জেলা অ-১৪ ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়।হিমেলের বিধংসী বলে নড়াইল ক্রিকেট জেলা দল ৪৫.৫ বলে সব উইকেট হারিয়ে ১১২ রান করতে সক্ষম হয়।দলের পক্ষে বেশি উইকেট নেয় হিমেল ৯.৫ বলে-২১রান দিয়ে-০৭ উইকেট তুলে নেন। ১১৩ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে সাতক্ষীরা জেলা অ-১৪ ক্রিকেট দলের কোচ আলতাফ হোসেনের শিষ্যরা ২৩.১ বল খেলে জয়ের লক্ষ্যে পৌছে যায়।দলের পক্ষে তুর্য সরকার সর্বোচ্চ ৪২ রান করে।
ম্যাচ সেরা নির্বাচিত হন সাতক্ষীরার হিমেল।
Leave a Reply