বাগেরহাট প্রতিনিধিঃ
জাতীয়তাবাদী কৃষকদলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা
সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দিনটি উপলক্ষে শনিবার (১১ ডিসেম্বর)
দুপুরে বাগেরহাট শহরের সম্মিলনি মোড়স্থ জেলা বিএনপির কার্যালয়ে কৃষকদলের
আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।
বাগেরহাট জেলা কৃষকদলের আহবায়ক আসাফউদ্দৌলা জুয়েলের সভাপতিত্বে
অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট জেলা বিএনপির
সাবেক সভাপতি এম.এ সালাম। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন,
বাগেরহাট জেলা কৃষকদলের যুগ্ন আহবায়ক ফকির তৌহিদুল ইসলাম, জেলা
বিএনপির আহবায়ক কমিটির সদস্য এ্যাড. আসাদুজ্জামান, শাহেদ আলী রবি,
অধ্যাপক হাদিউজ্জামান হিরো, মেহেবুবুল হক কিশেঅর, বাগেরহাট জেলা
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সভাপতি হাওলাদার আব্দুল মান্না,
বিএনপি নেতা শহিদুল ইসলাম স্বপন, শ্রমিক নেতা এলাহী মল্লিক আলম, যুবদল
নেতা জয়নাল পারভেজ সুমন, গোলাম রসুল মুন্না প্রমুখ।
বক্তারা বলেন, দেশে অঘোষিত একদলীয় সৈর শাসন চলছে। সবার উপর শোষন
নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে সরকার। এমনকি দেশের চালিকা শক্তির প্রধান
হাতিয়ার কৃষকদের উপরও নানাভাবে অত্যাচার নিপিরণ চালানো হচ্ছে। এভাবে আর
চলতে দেওয়া যায়না। এখনই সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই সরকারের পতন ঘটাতে হবে।
আলোচনা সভা শেষে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও
সুস্থ্যতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবুবক্কর।
বাগেরহাট
Leave a Reply