বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের শরণখোলায় ৯৫০ পিস ইয়াবাসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক
করেছে পুলিশ। শনিবার (১১ ডিসেম্বর) দুপুরে শরণখোলা উপজেলার মঠেরপাড় এলাকার
ছগিরের বাড়িতে অভিযান চালিয়ে এদের আটক করা হয়। এসময়, ইয়াবা বিক্রি করে
পাওয়া নগদ ৬ হাজার ১৮০ টাকা, মাদক পরিমাপের জনন্য ব্যবহৃত ডিজিটাল মিটার,
ইয়াবা বিক্রির কাজে ব্যবহৃত দুটি মোটরসাইকেল এবং মুঠোফোন জব্দ করা
হয়েছে। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি
চলছে।
আটককৃতরা হলেণ, শরণখোলা উপজেলার মঠেরপাড় গ্রামের মৃত সামছুল হক
হাওলাদারের ছেলে মোঃ তফছের হাওলাদার (৬০) মোঃ তফছের হাওলাদারের ছেলে মোঃ
ছগির ওরফে ছালু হাওলাদার (৩২), একই উপজেলার ভারানির পাড় গ্রামের মোঃ নাসির
হাওলাদারের ছেলে মোঃ নাইম হাওলাদার (১৮), চালিতাবুনিয়া গ্রামের মোঃ আওয়াল
শেখের ছেলেমোঃ রেজা শেখ, ঢাকার সবুজবাগ থানার মায়াকানন এলাকার মোঃ
শাহীন আহমেদ্দের ছেলে মোঃ ইয়াসিন রাব্বী (১৬)।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃসাইদুর রহমান বলেন, এই চক্রটি
দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে
অভিযান চালিয়ে ৯৫০ পিস ইয়াবাসহ পাঁচ জনকে আটক করা হয়েছে।
আটককৃতদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের
প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পরলো
৪ মন ওজনের গোলপাতা মাছ
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের পূর্ব সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পরেছে
প্রায় ৪ মন (১৫০ কেজি) ওজনের বিরল প্রজাতির একটি গোলপাতা মাছ।
বৈজ্ঞানিকভাবে মাছটির নাম সেইল ফিস। শনিবার (১১ ডিসেম্বর) সকালে
বাগেরহাট শহরের কেবি মৎস্য অবতারন কেন্দ্রে জেলেরা মাছটি নিয়ে আসে।
এসময় মাছটিকে একনজর দেখতে উৎসুক জনতা ভীড় করতে থাকে। পরে ডাকের
(নিলাম) এর মাধ্যমে ১৩ হাজার টাকা দিয়ে মাছটি কিনে নেয় জাহিদ শেখ নামের
এক মাছ ব্যবসায়ী। জাহিদ শেখ জানান, সকালে কেবি বাজারের মহিতোষ বাবুর
ঘরে মাছটি উঠানো হলে ডাকের মাধ্যমে মাছটি আমি ১৩ হাজার টাকা দিয়ে
কিনে নি। মাছটি প্রায় ১৫ ফুট লম্বা। মাছটি কেটে দুই’শ টাকা কেজি দরে
সদর উপজেলার ডেমা ইউনিয়নের কাশিমপুর বাজারে বিক্রি করবো। সুস্বাদু মাছ
হিসাবে স্থানীয় বাজারে মাছটির সুনাম রয়েছে।
Leave a Reply