বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের কচুয়ায় নিজের সতেরো বছর বয়সী মেয়েকে ধর্ষণের অপরাধে মো.
ফায়জুল হাওলাদার (৫৩) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।
একই সাথে আদালত আসামীকে ২৫ হাজার টাকার অর্থদন্ড অনাদায়ে আরও এক
বছরের কারাদন্ডাদেশ দেন। বুধবার (১৫ ডিসেম্বর) দুপুরে বাগেরহাটের নারী ও শিশু
নির্যাতন দমন ট্রাইব্যুনালের-১ বিচারক এস এম সাইফুল ইসলাম আসামীর
উপস্থিতিতে এই রায় দেন। দন্ডপ্রাপ্ত মো. ফায়জুল হাওলাদার বাগেরহাট জেলার
কচুয়া উপজেলার মাধবকাঠি গ্রামের প্রয়াত আবুল কালাম হাওলাদারের ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিদ্দিকুর রহমান খান জানান, ২০২০ সালের ১৫ মার্চ গভীর
রাতে বাগেরহাট কচুয়া উপজেলার মাধবকাঠি গ্রামের মো. ফায়জুল হাওলাদার তার
মেয়ের শোয়ার ঘরে যেয়ে ঘুমের মধ্যে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ
করেন। ওই রাতে আসামী ফায়জুল তার মেয়েকে দুধের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে
খাওয়ান বলে তার স্ত্রী অভিযোগ করেন। ধর্ষণের পর রাতেই মেয়েটি তার মাকে ঘটনা
খুলে বললে মা তার আত্মীয় স্বজনের সাথে কথা বলে নিজে বাদী হয়ে স্বামীর
বিরুদ্ধে কচুয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা কচুয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. মনিরুল ইসলাম
পরিবারের অভিযোগ পেয়ে আসামীকে গ্রেপ্তার করেন। তদন্তে ঘটনার সত্যতা পেয়ে
মামলার তদন্ত কর্মকর্তা ওই বছরের ৩১ মে বাবা ফায়জুল হাওলাদারের বিরুদ্ধে আদালতে
অভিযোগপত্র দাখিল করেন।
বাদী পক্ষের সাতজন ও আসামী পক্ষের তিনজনের স্বাক্ষ্যগ্রহণ শেষে বুধবার দুপুরে
বিচারক আসামী ফায়জুলের উপস্থিতিতে যাবজ্জীবন কারাদন্ড, ২৫ হাজার টাকা
জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদন্ড দেন। আসামী পক্ষে মামলাটি
পরিচালনা করেন আইনজীবী ইফতেখারুল ইসলাম রানা।
বাগেরহাটে নব নির্বাচিত ইউপি সদস্যের
উপর সন্ত্রাসী হামলা
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত সদস্য মোঃ
কামাল হাওলাদারের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেলে সদর
উপজেলার চিতলী মোড় এলাকায় এই ন্যাক্কার জনক হামলার ঘটনা ঘটে। এই ঘটনার
বিচার চেয়ে বুধবার দুপুরে বাগেরহাট মডেল থানায় অভিযোগ দিয়েছেন ইউপি সন্ত্রাসী স্বপন শেখ ও একই এলাকার আমির মোল্লার ছেলে আরিফ মোল্লাসহ
কয়েকজন এসে আমার উপর হামলা করে। কিছু বুঝে ওঠার আগেই আমাকে কিল
ঘুষি ও এলোপাথারি মারপিট করে তারা। আমার ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে
আসলে আমাকে মেরে ফেলার হুমকী দিয়ে চলে যায়। এই মুহুর্তে আমি জীবনের
নিরাপত্তাহীনতায় ভুগছি। স্বপন ও আরিফের সাথে আমার কোন বিরোধ নেই।
তারপরও তারা আমার উপর হামলা করেছে। এই হামলার সঠিক বিচার চাই।
নব নির্বাচিত ইউপি সদস্য মোঃ কামাল হাওলাদার আরও বলেন, স্বপন ও আরিফ
মোল্লা শুধু আমাকে নয়। এলাকার অনেকের উপরই অত্যাচার করেছেন। স্বপন একজন
চিহ্নিত মাদক ব্যবসায়ী। বিভিন্ন অপরাধে স্বপনের বিরুদ্ধে ১১টি এবং আরিফ
মোল্লার বিরুদ্ধে ৮টি মামলা রয়েছে। এই মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের হাত
থেকে এলাকাবাসীকে রক্ষার দাবি জানান তিনি। এ বিষয়ে জানার জন্য স্বপন ও
আরিফকে বারবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম
বলেন, মারধরের ঘটনায় ইউপি সদস্য মোঃ কালাম হাওলাদার একটি লিখিত অভিযোগ
দিয়েছেন। তদন্ত পূর্বক ঘটনার সত্যতা পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply