বরিশাল বানারীপাড়াপ্রতিনিধি।।
বানারীপাড়ায় এজিবির সাবেক অডিট সুপার বীর মুক্তিযোদ্ধা মো. সোহরাব হোসেন (৭০) আর নেই। বুধবার (১ সেপ্টেম্বর) বিকাল সোয়া পাঁচটার দিকে বানারীপাড়া সদর ইউনিয়নের মাছরং গ্রামের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে ও নাতি-নাতনিসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন হৃদরোগসহ বার্ধক্যজনিত নানা জটিল রোগে ভুগছিলেন। তিনি উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির অন্যতম নেতা মো. হাসানাতের পিতা। তার জানাজা বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকাল ৯টায় বানারীপাড়া ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তার মরদেহ মাছরংয়ের পারিবারিক গোরস্থানে দাফন করা হবে। তার মৃত্যুতে বরিশাল-২
(উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য মো. শাহে আলম, উপজেলা চেয়ারম্যান আলহাজ মো. গোলাম ফারুক, পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ্ মঞ্জু মোল্লা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা, উপজেলা ভাইস-চেয়ারম্যান মো. নুরুল হুদা, পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুণ্ডু, সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, বানারীপাড়া প্রেস ক্লাবের সভাপতি রাহাদ সুমন, সহসভাপতি প্রভাষক মামুন আহমেদ, রেজাউল ইসলাম বেল্লাল, সাধারণ সম্পাদক সুজন মোল্লা, যুগ্ম-সাধারণ সম্পাদক ফয়েজ আহম্মেদ শাওন, সাংগঠনিক সম্পাদক শফিক শাহিন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. জাহিদ হোসেনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
Leave a Reply