বানারীপাড়া প্রতিনিধিঃ
নিজে যে বিদ্যালয়ে শিক্ষা গ্রহন করছে সেই বিদ্যালয়টি নদী ভাঙ্গনের কবলে। মানববন্ধন করে সরকারের কাছে বিদ্যালয়টি রক্ষার জন্য দাবী জানানো হবে,
এমন খবরে মঙ্গলবার (২৪ আগস্ট) বেলা ১১টায় বরিশালের বানারীপাড়া উপজেলার ইলুহার ইউনিয়নের পূর্ব ইলুহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর এক শিক্ষার্থী তার মায়ের হাত ধরে হাজির হয়েছিলো প্রিয় বিদ্যালয় অঙ্গনে।
নিজেই আগ্রহ করে প্রধানমন্ত্রীর কাছে দাবী সম্বলিত প্লেকার্ড বুকে জড়িয়ে দাঁড়িয়ে ছিলো মানববন্ধনে। দাবী ছিলো সন্ধ্যা নদীর ভাঙ্গন থেকে তার বিদ্যালয়টি রক্ষা করার।
উল্লেখ্য ওই এলাকার বিহারী লাল একাডেমী ও পূর্ব ইলুহার সরকারি প্রাথমিক বিদ্যালয় দুটি সন্ধ্যা নদীর ভাঙ্গনের মুখে রয়েছে। যে কোন সময় নদীর করাল গ্রাসে শিক্ষার এই বাতিঘর দুটি বিলিন হয়ে যেতে পারে।
এই আশঙ্কায় বিদ্যালয় সংলগ্ন নদীর তীরে পুনরায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচিতে ইলুহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিহারী লাল একাডেমীর প্রধান শিক্ষক মাহাবুবুর রহমান ও পূর্ব ইলুহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনসহ এলাকাবাসী, অভিভাবক, শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীরা অংশ নেন।
Leave a Reply