লালমনিরহাট প্রতিনিধি
বিজিবি ও বিজিবি’র সোর্সম্যান কর্তৃক সাংবাদিক এসডি দোহা লাঞ্ছিত! দীর্ঘদিন ধরে নিয়ম অনুযায়ী লালমনিরহাট পাটগ্রাম উপজেলার আলোচিত দহগ্রাম তিনবিঘা করিডোর হয়ে গরু পারাপার বিষয়ে আইন সঙ্গত কথা বলায় সাংবাদিক পেশাকে জড়িয়ে বিজিবি, বিজিবি সোর্সম্যান মইনুল ওরফে বাঘা মইনুল ও সোর্সম্যান সুজনসহ আরও বেশ কয়েকজন মিলিয়ে দৈনিক জাগরণের পাটগ্রাম প্রতিনিধি ও ক্রাইম রিপোর্টার্স ক্লাব’র অর্থ সম্পাদক সাংবাদিক দোহাকে অকথ্য ভাষায় গালাগাল ও উদ্দেশ্যমুলকভাবে কোদাল দিয়ে হত্যারচেষ্টা ও শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন সংগঠন । ঘটনাস্থলে থাকা সিসিটিভি ফুটেজ এবং উপস্থিত সাধারণদের কাছে থাকা মোবাইল ফোন দিয়ে ঘটনার ভিভিও সংগ্রহপূর্বক সকল দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জোড় দাবি জানিয়েছেন তারা। এঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে জানা গেছে, সাংবাদিক শামসুদ্দোহা ঘটনার প্রেক্ষিতে পাটগ্রাম থানায় অভিযোগ দিয়েছেন।
Leave a Reply