Aid Health laboratory (u)
দেশর ঔষধ শিল্পের অন্যতম পথিকৃত এবং আগামী ঔষধ সরবহকারী প্রতিষ্ঠান এইট হেলথ ল্যাবরেটরীজ ইউনানী নিম্নোক্ত পদে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের দরখাস্ত করার আহব্বান করা হলো
পদের নাম ঃ মেডিকেল প্রমোশন অফিসার
যশোর জেলার ও খুলনা বিভাগ
যোগ্যতা ও শর্তাবলী ঃ
এইচ এস সি, /ডিগ্রী /অনার্স ও সমমান পাশ,স্মার্ট, ভদ্র সৎ, ২৩ থেকে ৩৫ এর মধ্যে হতে হবে,
অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে প্রার্থীকে দুই জন গ্রান্টার দিতে হবে, কোম্পানীর ঔষধ সরবহকরার ক্ষেত্রে দেশের যে কোন স্থানে কাজ করার মন মানসিকতা থাকতে হবে
অর্থনৈতিক সুবিধা ঃ
মেডিকেল প্রমোশন অফিসার এর বেতন ১৬ হাজার টাকা, চাকরির বয়স,৬ মাস উক্তির্ন হলে টিএ ডিএ,/আবাসিক সুবিধা বাৎসরিক দুটি বোনাস পাবে ।
প্রমোশন অফিসার এর সুবিধার ক্ষেত্রে, অন্যান্য সুযোগ-সুবিধা সে পাবে,
ইমেইল ঠিকানা
aidhealth4@gmail.com
Mobile : 01925680089
Leave a Reply