মেহেদী মাছুম লক্ষ্মীপুর প্রতিনিধিঃ- “সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার” মহান বিজয় দিবস উপলক্ষে লক্ষ্মীপুরের রায়পুরে তাহযীবুল উম্মাহ ইসলামিক ইনস্টিটিউট নামের একটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সকল শহীদদের স্মরণে কুরআন তেলওয়াত ও বিশেষ দোয়ার আয়োজন করে।
শুক্রবার ১৬ ই ডিসেম্বর ফজরের নামাজের পর কুরআন তেলাওয়াত, বিশেষ দোয়া ও মুনাজাতের মাধ্যমে মুক্তিযুদ্ধে নিহত জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্মার মাগফেরাত কামনা করেন প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থীরা। পরে রায়পুর মার্চেন্ট একাডেমির মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত র্যালি – আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ গ্রহণ করে।
প্রতিষ্ঠানের পরিচালক তুহিন চৌধুরী বলেন ১৯৭১ সালে দীর্ঘ ৯ মাস যুদ্ধের মধ্যেদিয়ে ৩০ লক্ষ শহিদের আত্মদানের মাধ্যমে অর্জিত এই সোনার বাংলাদেশ। আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস, যুদ্ধে নিহত সকল মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি, যাদের ত্যাগের বিনিময়ে আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি, সেই জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্মার মাগফেরাত কামনা করে আমাদের শিক্ষাপ্রতিষ্ঠান তাহযীবুল উম্মাহ ইসলামিক ইনস্টিটিউটের শিক্ষক – শিক্ষার্থীরা ফজরের নামাজের পর কুরআন তেলওয়াত, এবং বিশেষ দোয়া ও মুনাজাত করে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে অংশ গ্রহণ করে, আমি ধন্যবাদ জানায় আমাদের প্রতিষ্ঠানের সকল শিক্ষক এবং শিক্ষার্থীদের বিজয় দিবসে এমন ব্যতিক্রমী কিছু করার জন্যে।
Leave a Reply