কবিঃ মোঃ শেখ শহীদুল্লাহ আল আজাদ
বিজয় আমার প্রাণের স্মৃতি,
বিজয় মনের তাঁরা।
বিজয় আমার স্মৃতির মাঠ,
রাত্রি দিন যা খোলা।
বিজয় আমার স্বাধীন দেশে,
নয় তো কোন মোমের খেলা,
মুহুর্তে হয় শেষ।
বিজয় আমার স্বাধীনতা,
বিজয় বাংলাদেশ।
বিজয় আমার একতারা সুর,
বাজায় বীনের বাঁশি।
বিজয় মানে বাংলাদেশে,
সকল সুরের মূর্ছনায়,
বিজয় মানে গানের কলি,
রাত্রি দিন যা শিল্পী গাই।
বিজয় মানে শফিক, রফিক, সালাম
মোদের আপন ভাই।
বিজয় মানে বোবা মনের,
স্মৃতির পাতা মূর্ছনায়।
বিজয় মানে বাংলার হাসি,
রক্ত পাত তো হবে না আর।
বিজয় মানে সবার দুঃখে,
কাঁদবে সবার মন,
বিজয় মানে সবার সুখে, হাসিবে সবার প্রাণ।
বিজয় মানে শিক্ষার হার,
বাড়ছে দিনে দিনে।
বিজয় মানে সূর্য হাসি,
বিজয় সবুজ ঘাসে।
বিজয় মানে লাল সূর্য,
ছড়ায় আলো দিনে,
বিজয় মানে বাংলাদেশ,
স্বাধীন দেশের সাঁজে।
কবিতায়ঃ
কবিঃ মোঃ শেখ শহীদুল্লাহ্ আল আজাদ।
সভাপতিঃ শেখ ছখিনা খয়বার শিল্পী গোষ্ঠী বেতার শ্রোতা সংঘ,খুলনা।
প্রধান সম্পাদক ও প্রকাশকঃ অনলাইন দৈনিক রূপসা বার্তা।
প্রচার সম্পাদকঃ প্রেসক্লাব রূপসা।
সদস্যঃ মেঘদূত চক্র সাহিত্য সংসদ সংগীত একাডেমী, খুলনা।
Leave a Reply