কূটনৈতিক প্রতিবেদক | ঢাকা, ০৪ জুলাই, ২০২১ : দায়িত্ব পালন শেষে ঢাকা থেকে বিদায় নিচ্ছেন জার্মান রাষ্ট্রদূত পিটার ফারেনহোলজ। বিদায়ী বার্তায় তিনি বাংলাদেশের মানুষকে ধন্যবাদ জানিয়েছেন।
বিদায়ী বার্তায় পিটার ফারেনহোলজ বলেছেন, বাংলাদেশে ৩ বছর অবস্থানকালে এ দেশের নানা প্রান্তে গিয়েছি। বিশেষ করে কক্সবাজার, সুন্দরবন, সিলেট এলাকায় ভ্রমণ উপভোগ করেছি। বাংলাদেশের মানুষের আতিথেয়তায় আমি মুগ্ধ।তিনি বলেন, দায়িত্বপালনকালে আমি এক ডজনের বেশি প্রকল্পের উদ্যোগ নিয়েছি, যা দুই দেশের সম্পর্ককে আরো শক্তিশালী করবে।
তিনি আরো বলেন, বাংলাদেশ নানা ক্ষেত্রে দক্ষিণ এশিয়ায় একটি রোল মডেল, তবে সুশাসন ও মানবিধাকার রক্ষায় আরো মনোযোগ দিতে হবে। আগামীতে ২ দেশ আরো এগিয়ে যাবে বলে তিনি প্রত্যাশা করেন।
বিদায়ী জার্মান রাষ্ট্রদূত পিটার ফারেনহোলজকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান।
Leave a Reply