কোথায় যাচ্ছ ব্যস্ত পথিক,
কচি গোলাপ হাতে নিয়ে,
কংক্রিটের এই শহরে,
ফুটেনা ফুল,
রক্ত-জবার ডালে।
চারিদিকে সব আজ যন্ত্রমানব,
লুটেপুটে হচ্ছে দানব।
মানুষের রক্ত মানুষ চুষছে,
হিংস্রতার দাম্ভিকতায় তুচ্ছ সব।
গৃহস্থ ভার্সনে, যেখানে লাভযোগ,
অসাধূরা সেখানে করছে বিনিয়োগ।
সময়ের বিবর্তনে হারিয়ে যাচ্ছেনা,
পাচ্ছে তারা নিশ্চিত এক অনিরাপদ জীবন।
ব্যর্থ মধ্যবিত্তের হাত আজ সততায় বন্ধি,
এ যেনো এক কঠিন সত্য।
ব্যর্থতা সেতো নয় পরাজয়,
ভয় সেতো মিথ্যার স্পর্শে জয়।
সুখবর আসছে,
সব শান্তি ভেসে আসবে অশান্তির বাণীতে,
দূর্জনের ছোঁয়ায় স্থাপিত হবে মঙ্গলের ভীতি,
পৃথিবী আবার শান্ত হবে,
বাউলরা গাইবে লোকগীতি।
সময়ের সরলতার বিবর্তনে,
দখল নিচ্ছে কৃত্রিম আধুনিকতা,
প্রকৃতি হারিয়ে যাচ্ছে,
কৃত্রিমতা স্হান পাচ্ছে,
ঝরে যাচ্ছে সব ফুটন্ত গোলাপ,
পথিকরা খালি হাতে ফিরে যাচ্ছে,
সত্যের আড়ালে মিথ্যে উড়ছে।
শিহান মোবারক,
বি.এস.এস,
অর্থনীতি বিভাগ (২য় বর্ষ)
কক্সবাজার সরকারি কলেজ।
Leave a Reply