মো:মিশন আলী ঝিনাইদহ প্রতিনিধিঃ
দীর্ঘ দিন পর সবাই মিলে আনন্দ বিনোদনের জন্য ঝিনাইদহ হরিনাকুন্ডু উপজেলার নিত্যান্দপুর গ্রামের বিবাহিত বনাম অবিবাহিতদের মধ্যে এক প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।হরিনাকুন্ডু উপজেলার নিত্যান্দপুর গ্রামের স্থানীয় যুবকদের আয়োজনে এ প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।
শুক্রবার বিকাল ৩ টা থেকে স্থানীয় নিত্যান্দপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খেলা শুরু হয়। খেলার পুরস্কার ছিল একটি খাসী।
৭০ মিনিটের শ্বাসরুদ্ধকর ও উত্তেজনাপূর্ণ এ খেলায় ৩-২ গোলে বিবাহিত দল বিজয়ী হয়।
খেলার প্রথমার্ধে বিবাহিত দল একটি গোল করে। দ্বিতীয়ার্ধের শেষ দিকে বিবাহিত দল আরও ০১ গোল করে মাঠ সরগম করে ফেলে এর পর অবিবাহিত দলের খেলোয়ার জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদ ০১ গোল করে গোল করে মাঠের দর্শকদের মনের বিজয়ের
অাক্ষঙ্কা জাগিয়ে তোলে । এর পর অবারও অবিবাহিত দল ০১ গোল করে মাঠের দর্শক নিজেদের কুলে নিয়ে নেয় ।তুমুল এই খেলায় শেষের দিকে বিবাহিত দল ৩-২ গোলে করে এগিয়ে যায় ।
সর্বশেষ ৩-২ গোলে বিবাহিত দল জয়সূচক লাভ করে।
এই খেলায় বিবাহিত দলের ক্যাপটেন মো: আমিরুল ইসলাম বলেন খেলায় জয় পরা জয় থাকতেই পারে এতে কষ্ট পাওয়ার কিছুই নেই তবে আমি মনে করি এটা আমাদের গ্রামের সবার জয় ।
এই সময় বিাহিত বিজয়ী দলের হাতে পুরষ্কার তুলেদেন অবিবাহিত দলের ক্যাপটেন ও জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদ । এই সময় তিনি বলেন জয় পরাজয় কোন বিষয় না । দীর্ঘ দিন পর আমরা সবায় এক জায়গায় হতে পেরেছি এমন সুন্দর একটা আয়োজন যেন প্রতিবছর হয় এটায় কামনা করছি নিত্যান্দপুর গ্রামের যুবকদের কাছে ।
Leave a Reply