পটুয়াখালী: বিশ্ব মানবিক দিবস উদযাপনে বরিশাল বিভাগের বিভিন্ন জেলায় কর্মরত স্বেচ্ছাসেবী ও তরুণ সংগঠনের মানবিক কাজের ছবি প্রদর্শনীতে পুরস্কার পেয়েছে পাঁচ ব্যক্তি ও সংগঠন।
দিবসটি উপলক্ষে “মানবজাতি : একটি বৈশ্বিক সমস্যা সমাধানে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত কর্মসূচি একত্রে সর্বোচ্চ উপযোগীদের জন্য” প্রতিপাদ্য নিয়ে এবং আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে স্লোগানে কর্মসূচি আয়োজন করে জাগোনারী ও অক্সফাম।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুরে বরগুনায় বেসরকারি উন্নয়ন সংস্থা জাগোনারী সম্মেলন কক্ষে সংস্থাটির পরিচালক ডিউক ইবনে আমিন এর পরিচালনায়, সদস্য সোহেলি পারভিন ছবি সভাপতিত্বে বক্তব্য রাখেন লোক বেতারের স্টেশন ম্যানেজার মনির হোসেন কামাল, বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল হাফিজ প্রমুখ।
এসময় মানবিক কাজে অবদানের জন্য বরগুনার বিডি ক্লিন, সুনাম দেবনাথ ব্লাড ফাউন্ডেশন ও হিমু পরিবহন নামে তিনটি এবং পটুয়াখালী জেলার পটুয়াখালী ইয়ুথ ফোরাম ও পটুয়াখালীবাসী নামে দুইটি সংগঠনকে সম্মাননা এবং সার্টিফিকেট প্রদান করা হয়।
এছাড়াও ব্যক্তিগত ও সাংগঠনিকভাবে মানবিক কাজের ছবি প্রদর্শনের জন্য ২২জন তরুনকে সনদপত্র প্রদানের মাধ্যমে সম্মাননা জানানো হয়।
জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ী ২০০৯ খ্রিস্টাব্দের ১৯ শে আগস্ট প্রথম বিশ্ব মানবতা দিবস পালিত হয়। মানুষের জীবন রক্ষা ও জীবন উন্নয়নে সাহায্য করে জাতিসংঘ বিশ্ব মানবিক দিবস সেইসব সাহায্য-কর্মীদের সম্মানের সাথে স্মরণ করছে।
Leave a Reply