নিজস্ব প্রতিবেদক // গত ১৮ ই আগষ্ট বরিশাল উপজেলা পরিষদের ভিতরে অবাঞ্ছিত ব্যানার নামানোকে কেন্দ্র করে, উপজেলা পরিষদের ভিতরে সিটি করর্পারেশনের কর্মকর্তা -কর্মচারি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কথার কাট্কাটি হয় , একপর্যায় ঘটনা স্থানে আওয়ামী লীগ নেতা কর্মীরা উপস্থিত হলে তর্কে জড়িয়ে যান এতে ক্ষিপ্ত হয়ে আনসার সদস্যরা স্হানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর গুলি বর্ষন করে।তৎক্ষনাৎ খবর শুনে মেয়র ঘটনা স্হলে গেলে, মেয়রের উপর ও চড়াও হয় স্হানীয় প্রশাসন। এমনকি এক পর্যায়ে মেয়রকেও গুলি বর্ষন করে।এতে মেয়র ঘটনা স্হল থেকে চলে আসে। এরপর ছাত্রলীগ ও যুবলীগের সাথে স্হানীয় প্রশাসনের দাওয়া পাল্টা দাওয়া হয়, এতে প্রশাসনের লাঠি চার্জে আওয়ামীলীগের অনেক কর্মীরা গুলিবিদ্ধ ও আহত হয়।পরে ঘটনার পরের দিন ইউ. এন. ও মুনিবুর রহমান বাদী হয়ে মেয়র ও তার নেতাকর্মীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে,অন্য দিগে কোতোয়ালি থানা পুলিশ বাদী হয়ে মেয়র সহ অন্যান্য নেতাকর্মীদের বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করে।দুটি মামলায়ই প্রধান আসামি করা হয় মেয়রকে।এই ঘটনার প্রতিবাদে বিকাল অনুমান ৪ ঘটিকার সময় বরিশাল বিভাগ উপজেলা পরিষদ এসোসিয়েশন, বরিশাল ক্লাবে মেয়রের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে একটি সংবাদ সন্মেলন করে। উক্ত সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে গৌরনদী উপজেলার চেয়ারম্যান মনিরুন নাহার মেরী, এ সময় অন্যান্য বক্তারা অনতিবিলম্বে মেয়র সেরনিয়াবাত সাদেক আবদুল্লাহর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানায়।উক্ত সংবাদ সন্মেলনে উপজেলা পরিষদের চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান সহ ৬৩ জন উপস্হিত ছিলেন।
Leave a Reply