বীরগঞ্জ (দিনাজপুর)প্রতিনিধি : আপনার পুলিশ আপনার পাশে এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিট পুলিশিং কার্যক্রমের অংশ হিসেবে উঠান বৈঠক করেছে বীরগঞ্জ থানা পুলিশ।
মঙ্গলবার দুপুরে উপজেলার শতগ্রাম ইউনিয়নের ঝাড়বাড়ী রুস্তম মার্কেটে বিট অফিসার (বিট -৩) শতগ্রাম ইউনিয়ন এর আয়োজনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) মো. আব্দুল ওয়ারেস। এসময় বীরগঞ্জ থানার ওসি (তদন্ত) সোহেল, এসআই মমিনুল ইসলাম।
এসআই সাজেদুর, এসআই তৌহিদুল ইসলাম তৌহিদ, ঝাড়বাড়ী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, শতগ্রাম ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি হেলাল ফকির, সাধারণ সম্পাদক বিকাশ দেবনাথ, শতগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়াসেক ফয়সাল এলিন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জনসাধারণের মধ্যে সচেতনতা বাড়াতে ধারাবাহিকভাবে প্রতিটি ইউনিয়নে উঠান বৈঠক করা হচ্ছে।
বিট পুলিশিং উঠান বৈঠকের মাধ্যমে সামাজিক আন্দোলনে রূপ নিয়েছে। বিট পুলিশিংয়ের মাধ্যমে একজন সাধারণ মানুষ পুলিশের সামনে সত্য কথা বলার সাহস পেয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একার পক্ষে এই সমাজে শান্তি-শৃঙ্খলা রক্ষা করা সম্ভব নয়। সবাই আমাদের তথ্য দিন, সহযোগিতা করুন। তাহলেই সমাজ থেকে অপরাধ নির্মূল সম্ভব
Leave a Reply