নড়াইল প্রতিনিধিঃ
গাছ লাগান পরিবেশ বাঁচান – এই নির্দেশনাকে সামনে রেখে আজ কালিয়া উপজেলার এক সেচ্ছাসেবী সংগঠন “আলোর পথের দিশারী” র প্রতিষ্ঠাতা সেতাব এর নেতৃত্বে একদল স্বেচ্ছাসেবী কর্মী কালিয়া উপজেলার অন্তর্গত – কালিয়া হসপিটাল , কালিয়া মাদ্রাসা , কালিয়া কলেজ , কালিয়া পৌরসভার আঙ্গিনায় বৃক্ষ রোপন করেন ।
এখানে সংগঠন এর উপস্থিত কর্মী যারা ছিলেন : সাজিদ , বোরহান , হৃদয় , ফয়সাল , জনি , শ্রাবন , লিমন , লিংকন , শাকিল , শাওন , সন্তু , ফাহাদসহ প্রমূখ।
Leave a Reply