মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর বেগমগঞ্জে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৫) অপহরণের অভিযোগ উঠেছে। প্রেম প্রস্তাবে সাড়া না দেওয়ায় সাগর (২৩) নামের এক বখাটে সহযোগীদের নিয়ে এ ঘটনা ঘটায়। শনিবার (২৫ ডিসেম্বর) রাতে এ ব্যাপারে স্কুলছাত্রীর বাবা থানায় অভিযোগ দিয়েছেন। বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, অপহৃতাকে উদ্ধারে অভিযান চালাচ্ছে পুলিশ।অভিযোগে জানা গেছে, আলাইয়ারপুর ইউনিয়নের আলাইয়াপুর গ্রামের বাসিন্দা ও প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রীকে স্কুলে যাওয়া আসার সময় প্রেমের প্রস্তাবসহ উত্যাক্ত করতো একই এলাকার মন্দির বাড়ির লোকমান হোসেন খোকার ছেলে সাগর। প্রতিবাদ করায় স্কুলছাত্রীকে বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায় সাগর।বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আওলাদ হোসেন বলেন, অভিযোগে সাগর, তার বাবা লোকমান হোসেন খোকা, ভাই মনোয়ার হোসেন মনু, মোহন, কবির হোসেনকে আসামি করা হয়েছে।
Leave a Reply