বেনাপোল প্রতিনিধিঃ
অভিযানে ৯৭ বোতল ফেন্সিডিল ৩ শত ২৮ বোতল খালি ফেন্সিডিলের বোতল ৫ পর্দাথসহ মোঃ মনিরুজ্জামান ওরফে কালু (২৫) নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে যশোরের বেনাপোল পোর্ট থানার পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ী বেনাপোল পোর্ট থানাধীন
সাদিপুর গ্রামের মোঃ আব্দুর রহিম সরদারের ছেলে বলে জানা গেছে।
যশোর জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম দিক নির্দেশে বেনাপোল পোর্ট থানার পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মামুন খান গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে বেনাপোল পোর্ট থানাধীন ভবেরবেড় গ্রামস্থ মেয়র মার্কেটের পূর্ব পাশে জনৈক গোলাপ মোর্শেদের তিন তলা বাড়ীর নিচ তলার দক্ষিন পাশের ফ্লাটে মধ্যে মাদকদ্রব্য রাখা আছে এমন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার পুলিশের অফিসার এসআই মোঃ রোকনুজ্জামানের নেতৃত্বে অফিসার এএসআই সিকদার মাসুম পারভেজসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চলাকালে
৯৭ বোতল ফেন্সিডিল, ৩ শত ২৮ বোতল খালি ফেন্সিডিলের বোতল, ৫ (লিটার) তরল পর্দাথসহ ওই মাদক ব্যবসায়ীকে হাতে নাতে আটক করা হয়েছে।পরবর্তীতে তার বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে বলে জানা গেছে।
Leave a Reply