ডেস্ক রির্পোটঃ “মজিব শতবর্ষে” বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না, মাননীয় প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়নের সহায়ক হিসেবে বাংলাদেশ পুলিশ সারাদেশে প্রতিটি থানায় একটি করে হতদরিদ্র পরিবারকে গৃহ নির্মাণ করে দেবার প্রকল্প গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর, ২০২১) নরসিংদী জেলার বেলাব থানার হতদরিদ্র পরিবারের জন্য গৃহ নির্মাণের নির্বাচিত জায়গায় বৃক্ষরোপন করেন পুলিশ সুপার, নরসিংদী কাজী আশরাফুল আজীম, পিপিএম।
এ সময় নারায়নপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোসলেহ উদ্দিন খান সেন্টু, চরউজিলাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ আক্তারুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোঃ জাহিদুল হোসেন ভূইয়া কামরুল, জনাব আব্দুস সেলিম (অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা)সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply