মোঃ রাসেল সরকার//
রাজধানীতে দ্রুতগামী বাসের ধাক্কায় ইভা (৪) নামের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় শিশুটির দাদি মমতাজ বেগম (৫০) গুরুতর আহত হয়েছেন।
গত বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে যাত্রাবাড়ী থানার চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে শিশুটির মৃত্যু হয়। গুরুতর আহত মমতাজ বেগমকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
নিহত শিশু ইভার চাচা আব্দুর রহমান জানান, দাদির সঙ্গে আত্মীয়ের বাড়ি যাওয়ার সময় যাত্রাবাড়ী এলাকায় একটি বাসের চাপায় ইভা ঘটনাস্থলে মারা যায়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। আর আহত অবস্থায় মমতাজকে ঢাকা মেডিক্যালে নেওয়ার পর চিকিৎসা শেষে বাসায় আনা হয়েছে। রাতে ইভার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মর্গে পাঠায় পুলিশ।
তিনি আরও জানান, তারা যাত্রাবাড়ী এলাকায় থাকেন। তাদের বাড়ি শরীয়তপুরের পালং থানা এলাকায়। ইভার বাবা একটি কারখানায় চাকরি করেন।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, যাত্রাবাড়ী চৌরাস্তায় দক্ষিণ পাশ থেকে উত্তরে ফলপট্টির দিকে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী যাত্রা বাস তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে শিশুটি মারা যান এবং দাদি মমতাজ বেগম আহত হন। পরে শিশুর মরদেহ যাত্রাবাড়ী থানায় রেখে দাদি মমতাজ বেগমকে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল নিয়ে যাওয়া হয়।
তিনি বলেন, আমরা ঘাতক গাড়িটিকে শনাক্ত করতে পারিনি। তবে সিসি ক্যামেরার ফুটেজ দেখে শনাক্তের চেষ্টা চলছে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, গত বৃহস্পতিবার রাতে দ্রুতগামী একটি বাসের চাপায় ঘটনাস্থলেই পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়। এ ঘটনায় তার দাদী মমতাজ বেগম আহত হন। পরে আহত ওই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে। এ সময় চিকিৎসকরা শিশুটিকে মৃত ঘোষণা করেন এবং আহত দাদিকে চিকিৎসা দেওয়া হয়। শিশুটির মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply