লিয়ন ইসলাম
তিতুমীর কলেজ প্রতিনিধিঃ
রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়ন।এখানে প্রায় কয়েক শতাধিক জেলেদের বসবাস।নদীকে কেন্দ্র করেই তাদের জীবনও জীবিকা। ইলিশের মৌসুম এখন প্রায় শেষের দিকে।প্রতি বছর এই সময় জেলেরা ঝাঁকে ঝাঁকে ইলিশ শিকার করে তীরে ফেরে। কিন্তু এ বছর ইলিশের ভরা মৌসুমে ও নদীতে অন্য বছরের মত দেখা যাচ্ছে না কাঙ্খিত ইলিশ। স্হানীয় জেলেদের সাথে কথা বলে জানা যায় এবছর বড় সাইজের ইলিশ পাওয়াই যায় না ছোট সাইজের ঝাটকা পাওয়া যায়, যা বিক্রি করে তাদের খরচই ওঠেনা। ধারদেনায় জর্জরিত হয়ে পরছেন মাঝিরা।মাহাজনের দাদনওঋণের কিস্তি নিয়ে তাদের চোখেমুখে চিন্তার ছাপ। এরপর সামনে আসছে ইলিশ শিকারে নিষেধাজ্ঞা সব মিলে উপকূলের জেলেদের এখন মরার ওপর খরার ঘা।
Leave a Reply