কলারোয়া প্রতিনিধি: কলারোয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান ভারতের পশ্চিমবঙ্গের একটি বেসরকারি সেবামূলক প্রতিষ্ঠানের সম্মাননা পুরস্কারে ভূষিত হয়েছেন। রোববার (২১ আগস্ট) বারাসাত জেলা পরিষদ ভবনের ‘নীলদর্পণ’ প্রেক্ষাগৃহে ‘রেইনবো ওয়েলফেয়ার অর্গানাইজেশন’র প্রথম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ সাম্মানিক অ্যাওয়ার্ড অর্জন করেন। সাংবাদিকতা ও সাহিত্য কর্মে বিশেষ অবদান রাখায় তিনি এ অ্যাওয়ার্ড পান। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আরও ব্যক্তিবর্গ অ্যাওয়ার্ড লাভ করেন। অ্যাওয়ার্ডপ্রাপ্ত আতাউর রহমান জানান, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রেহেনা খাতুন। রেইনবো ওয়েলফেয়ার অর্গানাইজেশন’র প্রতিষ্ঠাতা সভাপতি আইনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হলিউড পরিচালক সঞ্জয় দাশ, ‘আমার আশা ফাউন্ডেশন’র চেয়ারম্যান মোশাররফ মোল্লা, ‘বেঙ্গল এডুকেশন ডেভলপমেন্ট ফাউন্ডেশন’র কর্ণধর আমিনুল ইসলাম, কলকাতা হেল্থ ক্লাবের কর্ণধর সুমা মুখার্জি, বীরভূম প্রতিবন্ধী মঞ্চ’র বদরুদ্দোজা শেখ, উত্তর দিনাজপুরের লিয়াকত হোসেন, অ্যাওয়ার্ডপ্রাপ্ত কলারোয়ার সাংবাদিক আতাউর রহমানসহ সমাজসেবক, সাহিত্যিক, সাংবাদিক ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply