ভালোবাসার খোঁজে
আমি ভেবে ছিলাম তুমি আমার ।
আমি ভেবেছিলাম , তোমাকে ভালোবাসার অধিকার শুধুই আমার ।
কিন্তূ আমি জানতাম না যে তুমি
খুব দামি ।অন্তত তোমাকে ভালোবাসার
নুন্য তম যোগ্যতা টাও আমার নেই ।
খুব ভালো বাসি তোমায় ,
তার মানে এটা নয় যে , তোমাকে না পেলে
আমি মরে যাবো ।
মরে হয়তো যাবো না , কিন্তূ মনের
ভিতরে একটা আফশোস সারা জীবন
থেকে যাবে ,যা কোনদিন কেউ
দূর করতে পারবে না ।
তোমাকে খুব ডিস্টার্ব করি তাই না ?
একদিন দেখতে পাবে তোমার কাছে
সব থাকবে কিন্তু থাকবে না ,
শুধু এই ডিস্টার্ব করা মানুষটা ।
Leave a Reply