মোঃ রাসেল সরকার//
ভুয়া ভিসা তৈরির অভিযোগে রাজধানীর ভাটারা থেকে ফরহাদ হোসেন নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। ভারতসহ বিভিন্ন দেশে চিকিৎসা নিতে ইচ্ছুক গ্রাহকদের ভুয়া ভিসা তৈরি করে দিতেন তিনি। এর মাধ্যমে গত পাঁচ বছরে প্রায় তিন কোটি টাকা হাতিয়ে নিয়েছেন ওই যুবক।
শুক্রবার (৫ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব-১ এর একটি দল। র্যাব-১ এর সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার নোমান আহমদ সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার ফরহাদ ভাটারার তাজুল ইসলামের ছেলে। গ্রেফতারের সময় মনিটর, সিপিইউ, স্ক্যানার, ৩টি পাসপোর্ট, ১২টি সরকারি ডাক্তারদের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের সিল, ২টি প্যাড, বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালের ভুয়া রিপোর্ট, বিভিন্ন ব্যাংকের স্টেটমেন্ট, ১টি রেজিস্টার, মোবাইল ফোন জব্দ করা হয়।
র্যাব জানিয়েছে, ভুয়া ট্রাভেল এজেন্সির পরিচয়ে সরকারি চিকিৎসক ও বিভিন্ন ব্যাংক কর্মকর্তা এবং নোটারি পাবলিকের অবৈধ সিল, প্যাড ব্যবহার করে ভুয়া ভিসা তৈরি করে দিতেন ফরহাদ। তার টার্গেট ছিল অসহায়, অসুস্থ, দরিদ্র শ্রেণির রোগীরা।
গ্রেফতার ফরহাদ প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, গত ৫ থেকে ৬ বছর ধরে চিকিৎসা ভিসায় যারা ভারতে যাওয়ার জন্য বৈধ উপায়ে ভিসা করতে পারেন না তাদের জন্য তিনি ভুয়া ভিসা প্রস্তুত করে দিতেন।
ভিসাসহ যাবতীয় অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে প্রতি ব্যক্তির কাছ থেকে প্রায় ৩ থেকে ৬ হাজার টাকা আদায় করতেন তিনি। এ কাজে এখন পর্যন্ত প্রায় ৩ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন তিনি।
Leave a Reply