২৬ সে ডিসেম্বর নির্বাচন কে সামনে রেখে, জনপ্রিয়তা ও ভোট জোয়ারের কাছাকাছি চলে গেছেন, ১৪ নং নিয়ামতি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৫ নং ওয়ার্ড এর ফুটবল মার্কার মেম্বার প্রার্থী নাজমুল হাসান তুহিন। জানা যায় নাজমুল হাসান তুহিন একজন সৎ, নির্ভীক, সমাজ সেবক,শিক্ষিত, পরিশ্রমী যুবক।তার বাবা একজন প্রয়াত প্রধান শিক্ষক ছিলেন।
নির্বাচনি ধারাবাহিকতায়, তার প্রতিদন্ধী টিউবওয়েল মার্কার প্রার্থী কে ইতিমধ্যেই ভোট যুদ্ধে পিছনে ফেলে এসেছেন তুহিন। জনগণের বিপুল সারাতে নাজমুল হাসান তুহিন শতভাগ এগিয়ে আছে।
নাজমুল হাসান তুহিন এক সাক্ষাৎকারে বলেন, তিনি নির্বাচিত হলে, সরকারি সকল সুবিধা জনগণ পাবে বিনা লেনদেনে।গ্রামের সকল অবহেলিত রাস্তা ঘাট, নির্বাচিত হওয়ার ৬ মাসের মধ্যে জনগণকে সাথে নিয়ে, কাজ শুরু করবে। সরকারি সকল কার্ড জনগণের মাঝে জনগনকে নিয়ে ভাগ করে দেওয়ার আশা ব্যাক্ত করেছেন ফুটবল মার্কার প্রার্থী নাজমুল হাসান তুহিন।
সরকারি বরাদ্দ ছাড়াই, অনেক উন্নয়ন মুলক কাজে অংশগ্রহণ করে, জনগণের পাশে থাকবেন তিনি।সমাজ থেকে, ইভটিজিং, সন্ত্রাস,কিশোর অপরাধ,মাধকহীন ৫ নং ওয়ার্ড গরতে, জনগণকে সাথেই নিয়েই নির্মূল করার অঙ্গীকার করছেন ফুটবল মার্কার প্রার্থী নাজমুল হাসান তুহিন।
জনগণের মতামত নিয়ে জানা যায়, বিগত দিনে তারা বহুলাংশে অবহেলিত ছিল, এবার আর তারা একই ভুল নাহ করে নতুন কাউকে ভোট দেওয়ার আশা ব্যাক্ত করে ফুটবল মার্কাকে জোড়ালো সমর্থন দিয়েছে।
Leave a Reply