মহিপুর -কুয়াকাটা প্রতিনিধি : পটুয়াখালীর মহিপুরে বেরিবাধের রাস্তার পাশে অবৈধ ভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে উপজেলা পানি উন্নয়ন বোর্ড । সোমবার বেলা ৩ টায় (৯ আগষ্ট ) মহিপুর থানা সড়ক সংলগ্ন পাউবোর জায়গায় অবস্থিত অবৈধ স্থাপনা বার অপসারণের জন্য অবহিত করার পরেও অপসরণ না করা ২ টি পাকা স্থাপনা বেকু দিয়ে আংশিক গুঁড়িয়ে দেওয়া হয়। এবং বাকি স্থাপনা অপসরণ করার জন্য ১৫ দিনের সময় বেধে দেন পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী মেহেরাজ।
এসময় উপ বিভাগিয় প্রকৌশলী মেহেরাজ জানান, উচ্ছেদের আগে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য তাদের চিঠি প্রদান করা হয়েছিল। কিন্তু অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা সরিয়ে না নেওয়ায় বুলডোজার দিয়ে এ সব অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করি তিনি আরো বলেন সবেমাত্র আমাদের অভিযান শুরু হয়েছে এবং এর ধারাবাহিকতা অব্যহত থাকবে।
জানাগেছে কেবলমাত্র মহিপুরেই পানি উন্নয়ন বোর্ডের জায়গায় প্রায় অর্ধশতাধিক পাকা এবং আধাপাকা স্থাপনা রয়েছে। উল্লেখ্য মহিপুরে একাধিক বার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় একাধিক বার পাউবো জায়গায় দখলের শিরোনামে সংবাদ প্রচারিত হওয়ার পরে দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর এই অভিযান পরিচালনা হয়।
Leave a Reply