নিজস্ব প্রতিবেদকঃ ১৬জুলাই শুক্রবার। ২,৩৫০ পিস ইয়াবাসহ ডিএনসি চট্টগ্রাম গোয়েন্দার অভিযানে সিএমপি বাকলীয়া ও কোতোয়ালীতে গ্রেফতার সাতকানিয়া’র মাদক ব্যবসায়ী সহ এর সহযোগী রোহিঙ্গা (মিয়ানমার নাগরিক) সহ ০২ জন ও কক্সবাজারের সদরের ০১ জন, মামলা দায়েরঃ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, চট্টগ্রাম এর উপপরিচালক জনাব Humayun Kabir Khondakar এর সার্বিক তত্ত্বাবধানে এবং পরিদর্শন জনাব এস এম আলম খান এর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, চট্টগ্রাম এর একটি টিম চট্টগ্রাম সিএমপি বাকলীয়া ও কোতোয়ালী থানাধীন ফিসারীঘাট ও কাজীর দেউরী নুর আহমদ সড়কস্থ এলাকা হতে ২,৩৫০ (দুই হাজার তিনশত পঞ্চাশ) পিস ইয়াবা সহ ০৩ জনকে গ্রেফতার করে মামলা দায়ের করা হয়। ইতিপূর্বেও তারা ইয়াবা পাচার করেছে বলে স্বীকার করে।
আসামী- (১) নুর উল্ল্যাহ (৫০), পিতাঃ মৃত ফজল আহাম্মদ, মাতাঃ মৃত রজমা খাতুন, স্ত্রীঃ রহিমজান, সাংঃ হলুদিয়া (আমির হোসেনের বাড়ি), ০৮ নং ওয়ার্ড, বাজালিয়া ইউনিয়ন পরিষদ, থানাঃ সাতকানিয়া, জেলাঃ চট্টগ্রাম। এবং (২) মোঃ সলিম (১৯), পিতাঃ মৃত আব্দুস সালাম, মাতাঃ শওকত আরা, স্ত্রীঃ নুর কলিমা, সাংঃ বালুখালী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-০৯, ব্লক-এইচ-২০, এফসিএন নংঃ ১০৪৩৩৬, হেড মাঝিঃ , সাইড মাঝিঃ তাহের, থানাঃ উখিয়া, জেলাঃ কক্সবাজার। তাদের ১৩৫০ পিস ইয়াবাসহ সকাল প্রায় ১১ঃ৪৫ ঘটিকায় ফিশারীঘাট ভেড়া মার্কেট এলাকা হতে গ্রেফতার করে সিএমপি বাকলীয়া থানায় মামলা দায়ের করা হয়।
আাসামী-(৩) মোঃ রবিউল আলম (৩২), পিতাঃ ওসমান গণি, মাতাঃ নুর জাহান, স্ত্রীঃ নিলুফা, সাংঃ কলাতলী, লাহারপাড়া, ০৬ নং ওয়ার্ড, থানাঃ কক্সবাজার সদর, জেলাঃ কক্সবাজার। তাকে সকাল প্রায় ১০ঃ৪৫ ঘটওকাশ কোতোয়ালী সিএমপি থানাধীন নুর আহাম্মেদ সড়কস্থ হতে ১,০০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে সিএমপি কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়।
Leave a Reply