হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ
হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুরে অবস্থিত হাবিগঞ্জ উন্নয়ন সংস্থা ও আরডিআরএস বাংলাদেশ ঋণ কর্মসূচী নামক দুটি অফিসে একই রাতে চুরি সংগটিত হয়েছে। গত১৬ জুলাই( শুক্রবার) গভীর রতে এ চুরির ঘটনা সংগঠিত হয়েছে বলে দুটি এনজিও অফিস সূত্রে জানা গেছে।
আরডিআরএস বাংলাদেশ ঋণ কর্মসূচী অফিসের ম্যানেজার সিরাজুল ইসলাম জানান, আমরা রাত ১২ টার দিকে অফিসের দরজা বন্ধ করে ঘুমাতে যাই। সকাল ৭ টার দিকে এসে দেখি অফিসের দরজা খুলা এবং ভিতরের সব কিছু এলোমেলো। ম্যানেজার সিরাজুল ইসলাম জানান, নগদ ১৯৬১০ টাকা চুরি করে নিয়ে গেছে। তা ছাড়া আর তেমন কিছু নিতে পারে নি।
একই রাতে চুরি হওয়া পার্শ্ববর্তী হবিগঞ্জ উন্নয়ন সংস্থা নামক এনজিওর ম্যানেজার হাবিবুর রহমান জানান, আমরা রাতে অফিসের দরজা-জানালা বন্ধ করে ঘুমাতে যাই। ভোর সকালে আমি নামাজ পড়ার জন্য উঠে দরজা খুলেতে গিয়ে দেখি কে যেন অপর দিক থেকে দরজা লক করে দিয়েছে। দরজা খুলতে না পেরে আমি আমার পাশের রুমে থাকা সহকর্মীকে ডাকি। দরজা খুলতে না পেরে বিকল্প রাস্তা দিয়ে এসে দেখি অফিসের জানালার গ্রিল ভাঙ্গা, অফিসেন সব কিছু এলোমলো। ম্যানেজার হাবিবুর রহমান জানান, আমাদের পার্সোনাল আনুমানিক ৪/৫ হাজার টাকা ছাড়া অফিসে কোন কিছু চুরি করতে পারেনি।
Leave a Reply