হবিগঞ্জ জেলা প্রতিনিধি :
মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের তিনগাঁও থেকেগরু চুরি করে মিনি ট্রাকে করে পাচারকালে ৪টি গরু ও বাছির মিয়া নামক এক জনকে আটক করেছে মাধবপুর পুলিশ। গরু চুরির ঘটনায় মাধবপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে ।
মামলা সূত্রে জানা গেছে ১১ আগষ্ট বুধবার ভোররাতে উপজেলার তিনগাঁও এর মৃত শমসের আলীর পুত্র ইমরান খানের গোয়াল ঘরের দরজা কেটে ৩টি গাভী ও ১টি বাছুর চুরি হয় । গরুগুলোকে একটি মিনি ট্রাকে করে নিয়ে যাওয়ার সময় থানার এস আই মঞ্জুরুল ও এএসআই নাসির উদ্দিন মনতলা-মাধবপুর সড়কের সেওলিয়া ব্রিজের কাছে ট্রাকটি আটক করে। এ সময় গরু চোর আরিছপুর গ্রামের মৃত ছোয়াব আলীর পুত্র বাছির মিয়া(৫৫)কে আটক করলেও চালক দৌড়ে পালিয়ে যায়। মাধবপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ আব্দুর রাজ্জাক বলেন- হাতেনাতে ধৃত গরু চোরের রিরুদ্ধ মামলা রুজু হয়েছে। পলাতক গরুচোরদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।
Leave a Reply