হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ
হবিগঞ্জের মাধবপুর বাঘাসুরা এলাকা থেকে ৩৯০ পিস ইয়াবাসহ একজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯।
২৪ জুলাই শনিবার একঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১ (হবিগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল লেঃ কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার/ফোর্স সহ অভিযান পরিচালনা করে উপজেলার ১১নং বাঘাসুরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দরগা গেইট টু বাঘাসুরা গামী পাঁকা রাস্তার উপর হইতে ৩৯০ পিস ইয়াবাসহ মোঃ ফখরুল ইসলাম (২৮), পিতা- মোঃ জিতু মিয়া, গ্রাম জগদীশপুর তেমুনিয়া স্থানীয় বাসিন্দা গ্রেফতার করা হয়।
র্যাব জানায়,পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর টেবিল ১০(ক) ধারায় মামলা দায়ের পূর্বক আসামী ও জব্দকৃত আলামত মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply