মোঃ জাহাঙ্গীর হোসেন
ভ্রাম্যমাণ প্রতিনিধি
সাতক্ষীরার কলারোয়ায় ৮ জুলাই ২০২২ ইং তারিখে বিকাল ৪ টায় কলারোয়া সরকারি জি কে এম কে পাইলট হাইস্কুল মাঠে মানবিক কলারোয়া ফাউন্ডেশনের আয়োজনে ঈদ পুনর্মিলনী ফুটবল খেলার আয়োজন করা হয়েছিল। এই খেলায় ফুটবল ইতিহাসের চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার ও ব্রাজিল সমর্থক গোষ্ঠী হিসেবে মানবিক কলারোয়া ফাউন্ডেশনের সদস্যরা দুই ভাগে বিভক্ত হয়ে ফুটবল লড়াইয়ে মাঠে নামে। বারবার আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে খেলা এগিয়ে যায়। প্রথমার্ধের শেষের দিকে খেলার একমাত্র গোল করেন মানবিক ফাউন্ডেশনের সভাপতি আর্জেন্টিনার সমর্থক রিপন।
খেলার নির্দিষ্ট সময়ে আর কোন গোল না হাওয়াই আর্জেন্টিনার সমর্থক ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে।এর আগে এই প্রীতি ফুটবল খেলার উদ্বোধন করেন কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোঃ আলিমুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা ক্রিয়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক, কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক জনাব অ্যাডভোকেট শেখ কামাল রেজা সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। এসময় মাঠে উপস্থিত হয়ে খেলা উপভোগ করেন কলারোয়ার হাজারো ক্রিয়া-প্রেমী দর্শকেরা। খেলায় ধারা বর্ণনায় ছিলেন সাতক্ষীরা জেলা ধারাভাষ্যক্রমের সিনিয়র সহ-সভাপতি মাস্টার শেখ শাহাজান আলী শাহীন,সাতক্ষীরা জেলা ধারাভাষ্যক্রমের সিনিয়র সহ-সভাপতি প্রভাষক জনাব রফিকুল ইসলাম, ও রুস্তম আলী। খেলাটি পরিচালনা করেন সাতক্ষীরা জেলার রেফোসিয়েশনের সদস্যবৃন্দরা। খেলার শেষে মানবিক কলারোয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে পুরস্কার বিতরণ করা হয়। মানবিক ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা রিয়াজ জানান মানবিক ফাউন্ডেশন সব সময় অসহায় মানুষের পাশে থাকবেন ইনশাল্লাহ। তিনি সকলের কাছে মানবিক কলারোয়া ফাউন্ডেশনের সকল সদস্যদের জন্য দোয়া কামনা করেন যেন প্রতিটি অসহায় মানুষের পাশে মানবিক কলারোয়া ফাউন্ডেশন দাঁড়াতে পারে।
Leave a Reply