মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধিঃ
তিন সাংবাদিকের বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে নোয়াখালীতে মানববন্ধন করেছে সাংবাদিকরা। সোমবার (১২ জুলাই) বেলা ১১টায় নোয়াখালী প্রেস ক্লাবের সামনে স্বাস্থ্যবিধি মেনে আধাঘণ্টা ধরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তারা ঠাকুরগাঁও সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের জোর দাবি জানান। মানববন্ধনে নোয়াখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলমগীর ইউসুফ, সহ-সভাপতি শাহ্ এমরান মোহাম্মদ সুজন, সাবেক সাধারণ সম্পাদক জামাল হোসেন বিষাদ, সিনিয়র সাংবাদিক আবুল হাসেম, মাহবুবুর রহমান, আবু নাছের মঞ্জু, মিজানুর রহমানসহ বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মীরা অংশ নেন।
Leave a Reply