কলারোয়া প্রতিনিধিঃ আজ ১জুলাই শুক্রবার আবিদ আরমানের প্রথম শুভ জন্মদিন। আবিদ আরমান মুকুল গ্রুপের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান এর একমাত্র পুত্র। মাতার নাম জান্নাতুল ফেরদৌস তামান্না গত বছর এই দিনে তাঁর মাতার কোল জুড়ে পৃথিবীতে আসে আবিদ বাবু। আবিদের পিতাঃ বিশিষ্ট্য ব্যবসায়ী মিজানুর রহমান মিজান । কলারোয়া আলাইপুর গ্রামের কৃতি সন্তান । তাঁদের একমাত্র পুত্র সন্তানের জন্য দেশ বাসির কাছে দোয়া চেয়েছেন। যেন মানুষের মত মানুষ হয়ে মানুষের কল্যাণে কাজ করতে পারে ও দেশের সেবা করে যেতে পারে। মুকুল গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমানের কলারোয়া পৌরসদরে বাস ভবনে। ছোট পরিসরে ঘরোয়া ভাবে জন্মদিন উদযাপিত হয়। উক্ত জন্মদিনের অনুষ্ঠানে কেক কাটা, মিষ্টি বিতরণ ও দোয়া করেন বাসা বাড়িতে। জন্মদিনের অনুষ্ঠানে আবিদের মা -বাবা, মামা, নানা,নানী চাচা চাচীসহ বিভিন্ন আত্নীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষী আপনজন উপস্থিত ছিলেন। বিভিন্ন রকম খাওয়া দাওয়া ও আয়জন ছিলো চোঁখে পড়ার মত। সবাই আবিদের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে। সে যেন বড় হয়ে মানুষের মত মানুষ হয় ও দেশের মানুষের সেবা করে যেতে পারে।
Leave a Reply