নিজস্ব প্রতিবেদকঃ রবিবার ২০ জুন ২০২১ সকাল ১১টায় ভিডিও কনফারেন্সের এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে (২য় পর্যায়) জমির দলিল ও ঘরের চাবি বিতরণের মাধ্যমে গৃহ প্রদান অনুষ্ঠানের শুভ উদ্বোধন । সারাদেশের ন্যায় মেহেরপুর জেলার গাংনী উপজেলাতেও গৃহ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা পরিষদের সভাকক্ষে। মাননীয় প্রধানমন্ত্রীর লাইভ প্রোগ্রাম সরাসরি প্রচারের ব্যবস্থা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানমের সভাপতিত্বে, উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মেহেরপুর ২ (গাংনী) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব এম এ খালেক, পৌরমেয়র জনাব আহম্মেদ আলী, ভাইস চেয়ারম্যান জনাব রাশেদুল ইসলাম জুয়েল, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন চক্রবর্তী, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ, উপকারভোগীগণ, গাংনী প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দসহ প্রমূখ । উল্লেখ্য এ পর্যায়ে গাংনী উপজেলায় ২৪ টি পরিবারকে গৃহ প্রদান করা হয়। প্রতিটি পরিবারকে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রেরিত সুদৃশ্য ফোল্ডারে করে দুই শতক জমির দলিল পত্রাদি সংক্রান্ত যাবতীয় কাগজপত্র হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply